পরিচিতি
বেহেশতী জেওর ‘হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (র.)-এর অমর কীর্তি। তিনি অনেক গবেষণা করে একজন মুসলমানের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আগত প্রায় সকল সমস্যার সমাধান তুলে ধরেছেন এ গ্রন্থে । গ্রন্থটি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে প্রতিটি মুসলিম পরিবারেও বহুল পঠিত ও ব্যাপক সমাদৃত। বেহেশতী গাওহার মুদাল্লাল কিতাবটি উক্ত বেহেশতী জেওরের একাদশ খণ্ড।
শিক্ষর্থীদের কল্যাণে আমাদের সংযোজন
১. সম্পূর্ণ কম্পিউটার কম্পোজ।
২. গ্রন্থকারের জীবনী উল্লেখ।
৩. মুদ্রণজনিত ভুলভ্রান্তি নিরসন।
৪. প্রয়োজনীয় টীকা সংযোজন।
৫. সূচিপত্র সংযোজন।
(0) Relative Product